
Study Of Sweden
ফ্যামিলিসহ যারা বিদেশে স্থায়ী ভাবে থাকতে চান কিন্ত ভুল তথ্য, প্রয়োজনীয় Guideline বা অন্য অনেক কঠিন শর্তের জন্য নিজে বা ফ্যামিলি নিয়ে যেতে পারছেন না তাদের জন্য সুখবর।
️ ️ ️ ️ ️ ️
IELTS / Without IELTS
With Scholarship & Free Tuition-fee
With Spouse and Children
Granted job
Full-time work permit.
Therefore, Don’t Just Pick a Place, “In Fact Pick a Future”
Sweden এর Student ভিসার A TO Z
বিদেশে উচ্চশিক্ষার জন্য সুইডেন হচ্ছে বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্বপ্নের জায়গা। কারণ শক্তিশালী অর্থনীতি এবং নোবেল পুরস্কার এর দেশ সুইডেনের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে এখন যাওয়া যাচ্ছে অনেক জটিলতা ছাড়াই। থাকছে স্কলারশীপ পাওয়ার সুযোগও। তাছাড়া পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন সুইডেনের। সুতরাং দেরি কেন? বিদেশে উচ্চশিক্ষা এবং Settle Down হওয়ার এ সুযোগ গ্রহণ করতে পারেন আপনিও।
Sweden এ কেন যাবেন এবং কি কি পাবেন?
১. বিশ্বের সেরা ইউনিভার্সিটিগুলোতে পড়াশুনা করার সুযোগ।
২. আপনি এবং আপনার পরিবার একসাথে Resident Permit নিয়ে যেতে পারবেন।
৩. আপনি পাবেন Schengen ভিসা, যা দিয়ে আপনি যেতে পারবেন Europe এর আরও ২৬ টি দেশে কোন প্রকার ভিসা ছাড়া।
৪. ঘণ্টা-প্রতি আয় অন্যান্য দেশের তুলনায় বেশি হওয়ায় বর্তমানে Student দের পছন্দের তালিকায় প্রথম Sweden.
৫. আপনার Spouse এবং আপনি পাবেন full-time Work permit এর সুযোগ।
৬.পড়াশুনা অবস্থায় Part-time কাজ করে ভাল উপার্জন করতে পারবেন।
৭. আপনার Spouse & Children পড়াশুনা করতে চাইলে সম্পূর্ণ ফ্রী পড়াশুনা করতে পারবেন।
৮. আপনি শুধু WORLDWIDE Recognize Degree ই পাবেন না, সেই সাথে সরকার থেকে পাবেন বিভিন্ন Skill Development Course করার সুযোগ, তাও আবার সম্পূর্ণ ফ্রীতে।
৯. পড়াশুনা শেষে নাগরিকত্ব পাবেন।
১০. সরকার থেকে সবার জন্য ফ্রী ল্যাঙ্গুয়েজ কোর্স প্রদান করা হয়।
১১. বর্তমানে সুইডেনে visa success ratio অন্যান্য দেশ এর তুলনায় অনেক বেশি, তাই ঝুঁকি কম।
১২. সেই সাথে আপনি এবং আপনার পরিবার পাবেন সরকার থেকে সম্পূর্ণ ফ্রী Medical treatment.
IELTS ছাড়া কারা Apply করতে পারবেন?
বাংলাদেশর যেসকল শিক্ষার্থী Medical College থেকে পড়াশুনা করেছেন এবং যারা English Speaking Country (UK,USA,CANADA,AUSTRALIA, NEW ZEALAND)থেকে ব্যাচেলর (অনার্স) শেষ করেছেন তাদের IELTS এর প্রয়োজন নেই।
যাদের IELTS নেই তাদের জন্য আমাদের টিম Exclusive IELTS class এর ব্যবস্থা প্রদান করে থাকে ।
কখন Apply করতে হবে?
Autumn 2021 Semester এর জন্য (অক্টোবর থেকে মধ্য জানুয়ারী পর্যন্ত)
Tuition Fees কত হবে?
Tuition Fees নির্ভর করে আপনার পছন্দের সাবজেক্ট এবং ইউনিভার্সিটি এর উপরে। সাধারণত tuition fees স্টার্ট হয় ৪০০০০ SEK বা ৩৮০০০০ BDT থেকে। আপনি যদি Science Related কোন সাবজেক্ট এ পড়তে চান তাহলে আপনার Tuition Fees স্টার্ট হবে ৪৫০০০ SEK বা ৪২৮০০০ BDT থেকে।
Scholarship কিভাবে পাওয়া যায়?
Scholarship পাওয়া নির্ভর করে আপনার Academic Result, University selection, Subject selection, work experience এবং আরও কিছু বিষয়ের উপর। যেহেতু আমরা Sweden কোন University তে Commission এর বিনিময়ে কাজ করি না তাই আমাদের Student রা যাতে Scholarship পায় সে ক্ষেত্রে আমরা সব ধরনের সহায়তা প্রদান করে থাকি।
কাজের সুযোগ কেমন?
Sweden এ আপনি Full-time কাজ করার অনুমতি পাবেন। অন্যান্য দেশ এর মত কাজ করার কোন সীমাবদ্ধতা নাই। Sweden এ যে ধরনের কাজ আপনাকে করতে হবে তার পূর্ণ ধারনা এবং কাজ পাবার জন্য আমরা সব ধরনের সাহায্য করে থাকি। আপনি কিভাবে work permit এ যাবেন এবং কিভাবে সেখান থেকে permanent Residency এর জন্য Apply করবেন তার সঠিক দিকনির্দেশনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা আমরা করে থাকি।
University ও Visa Apply করতে কি কি লাগবে?
১. সকল Academic সার্টিফিকেট এবং মার্কসসিট.
২. Bank Sponsor Paper
৩. Passport এর কপি।
৪. Admission & visa ফী।
৫. অফার লেটার এর কপি।
৬. Application Form (সঠিক ভাবে পুরন করা)
কেন Loyals Admission Worldwide?
১. আমাদের সকল কাউন্সিলরগন ইউরোপে পড়াশোনা করেছেন।
২. আমরা শিক্ষার্থীকে বিদেশে পড়াশুনা এবং Accommodation এর ব্যবস্থা থেকে শুরু করে স্থায়ীভাবে বসবাসের জন্য সহায়তা করে থাকি।
৩. শিক্ষার্থীদের Application থেকে শুরু করে ভিসা পাওয়া এই Full Journey পর্যন্ত সাথে থাকি।
৪. শিক্ষার্থীর Bank sponsor এর ব্যাপারে সঠিক advice এবং Help করে থাকি।
৫. শিক্ষার্থীদের Scholarship & Tuition-fee Free, Arrange করে থাকি।
৬. Sweden এবং Sweden ছাড়াও অন্যান্য দেশে Loyals পরিবারের আছে অনেক পূর্বতন শিক্ষার্থী ( Alumnus) যাদের সাথে অনলাইনে কথা বলে আপনি যাচাই করে নিতে পারবেন বাস্তব অভিজ্ঞতা।
৭. Sweden এ আমাদের প্রতিনিধিরা Job সাপোর্ট ও personal-number পেতে সহায়তা করে থাকে।
৮ আমাদের সার্ভিস চার্জ ভিসা হবার পরে নিয়ে থাকি যেখানে কোন প্রকার Hidden Charge নাই।
ইউরোপে পাঠানোর নামে বিভিন্ন প্রতারক গোষ্ঠীর হাত থেকে বাঁচতে এবং সঠিক দিক নির্দেশনা পেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা –
Sweden Office: | Dhaka Office: |
---|---|
LOYALS ADMISSION WORLDWIDE Kistaone. Kista-16440 Stockholm Phone: 0046769560697 Email: loyals.admission@gmail.com |
S. A International West Katasur.Mohammadpur, Dhaka 1207, Bangladesh Mobile No: 01823-505073, 01511-120112 Email: salamabadint@gmail.com |